North24Paragana1

May 12 2023, 19:10

*নদী বাঁধে ধস, আতঙ্কিত সুন্দরবনের সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুরের বাসিন্দারা*


উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগেই প্রত্যন্ত সুন্দরবনাঞ্চলে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের বাসিন্দারা। যেকোনো সময় তলিয়ে যেতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুরের তালতলা ঘাটের কাছে প্রায় ১৫০ ফুট নদী বাঁধ ধসে গিয়েছে। রায়মঙ্গল নদী বাঁধে বৃহস্পতিবার বিকেলে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুর,মনিপুর সহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে তালতলা ঘাটের কাছে হঠাৎ প্রায় একশো ফুট নদী বাঁধ ধসে যায়। নদী বাঁধের অর্ধেক অংশ ধসে রায়মঙ্গল নদীতে মিশে গিয়েছে। বাকি বাঁধের অর্ধেক অংশ বিপদজনকভাবে দাঁড়িয়ে রয়েছে। যেকোনো সময় এই অর্ধেক অংশ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। ২০১১ সালে প্রবল ঘূর্ণিঝড় আয়লার পর প্রতিবছর বর্ষা এলেই এই রায়মঙ্গল নদীর কোন না কোন জায়গায় ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা।

North24Paragana1

May 12 2023, 11:19

*কলকাতার শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক পৌঢ়ের,মৃত পৌঢ়ের বাড়িতে শোকের ছায়া*


উত্তর ২৪ পরগনা:কলকাতার শরফ হাউসে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল,সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে প্রশাসন।সেই বৃদ্ধের পরিচয় পত্র দেখে জানা যায় তিনি সোদপুর ঘোলা নবপল্লী এলাকার বাসিন্দা।তার নাম শ্যামসুন্দর সাহা(৬৫)। পরিবারের লোকজন নিখোঁজের ডাইরি করে হেয়ার স্ট্রিট থানায়।গতকাল প্রশাসনের তরফ থেকে শ্যামসুন্দর সাহার বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন গিয়ে শ্যামসুন্দর বাবুর মৃতদেহ সনাক্ত করে।শ্যামসুন্দর সাহা ওই শরফ হাউসে এক কোম্পানিতে কাজ করতেন।

অগ্নিকাণ্ডের সময় সেই বিল্ডিং এ আটকে যায় শ্যামসুন্দর সাহা।পরিবারের লোকজন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে,শ্যামসুন্দর সাহার খবর কোম্পানি কেন তাদের পরিবারের লোকজনদের জানায়নি।কোম্পানিতে উপস্থিত থাকার খবর কোম্পানি কতৃপক্ষ কেন চেপে গেল?এই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামসুন্দর সাহার পরিবারের লোকজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোদপুর ঘোলা নবপল্লী এলাকায়।

North24Paragana1

May 11 2023, 20:04

*বিজেপি কর্মীদের সাহায্য প্রদান*


উত্তর ২৪ পরগনা:বিজেপি করার অপরাধে দীর্ঘদিন ধরে কেউবা ঘর ছাড়া, আবার কেউ ঘরে ফিরেছেন। এবার সেই বিজেপি কর্মীদের পাশে বিজেপির স্থানীয় নেতৃত্ব। এদিন বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে ওই বিজেপি কর্মীদের সাহায্য প্রদান করা হল।

আর্থিকভাবে পিছিয়ে পড়া বিজেপি কর্মীদের হাতে ১৪ টি সেলাই মেশিন ও একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এই সাহায্যের ফলে কিছুটা হলেও স্বনির্ভর হবেন ওই বিজেপি কর্মীরা।

North24Paragana1

May 11 2023, 19:57

*তৃণমূল নেতৃত্বদের ঝাঁটা নিয়ে তারালো গ্রামবাসীরা*


উত্তর ২৪ পরগনা: হাসনাবাদে সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি আহত দুই পক্ষের পাঁচ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করলেন তৃণমূলের এক গোষ্ঠীকে৷ এলাকায় উত্তেজনা থামাতে পৌছায় হাসনাবাদ থানার পুলিশ। 

উল্লেখ্য,হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামে ৫৪ নম্বর বুথে ৭ লক্ষ ৯৮ হাজার ৮৪৩ টাকার একটি ড্রেন ২৮/৪/২০২৩ এ শুরু হওয়ার কথা ছিল। কাজ শুরু হয় গত সোমবার থেকে। চারদিন কাজ চলে ঐ ড্রেন তৈরির। সেই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান । পুনরায় আজ ফের সেখানে ড্রেনের কাজ উদ্বোধন করার জন্য মাইক চেয়ার টেবিল পাঠায় পঞ্চায়েত সদস্যের স্বামী ও অঞ্চল ওয়ার্কার প্রেসিডেন্ট বিধায়ক রফিকুল ইসলামের ঘনিষ্ঠ শঙ্কর মন্ডল । এই সময় গ্রামবাসীরা ঝাঁটা লাঠি নিয়ে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বকে তাড়িয়ে দেয় এলাকা থেকে। একই সাথে চেয়ার টেবিল মাইক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের আহত হয় ৫ জন।

North24Paragana1

May 11 2023, 18:00

*ঘূর্ণিঝড় মোকা আসার আগেই তৎপর এনডিআরএফ এর কর্মীরা*


উত্তর ২৪ পরগনা:নদীয়ার হরিণঘাটা এলাকা থেকে ২৬ জনের একটি এনডিআরএফ এর দল ধামাখালি তে পৌঁছায়। সন্দেশখালীর ধামাখালি তে পৌঁছানোর পর তারা আজ সন্দেশখালির মনিপুর আতাপুর ,তুষখালী সহ বিভিন্ন এলাকায় এলাকায় যান। সাধারণ মানুষদের সঙ্গে তারা কথা বলে জনসংযোগ তৈরি করেন। যদি কোন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত মোকাবিলা করার জন্য আশ্বাস দেন তারা।

যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে দ্রুত তাদের ফোন করে জানানোর জন্য এনডিআরএফ পক্ষ থেকে সাধারণ মানুষদের দেওয়া হয় ফোন নাম্বার। পাশাপাশি, মাইক প্রচার করে সাধারণ মানুষদের বিশেষভাবে সচেতন করেন তারা। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আসার আগে কি কি করতে হবে? কোথায় কিভাবে যেতে হবে সেই সংক্রান্ত নানান বিষয়ে তাদের সচেতন করেন।

North24Paragana1

May 11 2023, 14:44

ব্যবসায়ীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ, একটি তাজা বোমা উদ্ধার


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাকচুড় বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সোলা দানা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের অন্ধকারে বোমা ছোড়ার অভিযোগ। উদ্ধার হয় একটি তাজা বোমা।

ঘটনাটি ঘটে সোলা দানা গ্রামে গতকাল রাত এক টা ৪০ মিনিট নাগাদ। বাড়ির পিছন থেকে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাড়ির বাইরের থেকে ছাদের উপরে তিনটি বোমা ছোড়ে তার মধ্যেই ছাদের উপরে দুটি বোমা ফেটে যায়। একটি বোমা ছাদ তোকে এসে বাড়ির উঠোনে পড়ে । বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় । বাড়ির মালিক রুল কুদ্দুস মন্ডল ইট ভাটার ব্যবসা করেন।

এছাড়াও তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত । রুহুল কুদ্দুস মন্ডল জানান, সম্ভবত পুরানো শত্রুতা জেরেই দুষ্কৃতীরা আমার বাড়িতেই বোমা ছোড়ে '। বেশ কিছুদিন আগে সোলা দানা বাজারে একটি গন্ডগোল কে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাড়া করলে, তারা দুটি মোটর বাইক রেখে পালিয়ে গিয়েছিল । মোটরবাইক দুটিকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল সম্ভবত সেই ঘটনার জেরে এই ঘটনা বলে মনে করছেন বাড়ির মালিক I

North24Paragana1

May 11 2023, 12:07

অটো চালকদের সাথে সিভিক পুলিশের মারামারি


উত্তর ২৪ পরগনা:শ্যামনগর স্টেশনের সামনে অটো রাখা নিয়ে অটো চালকদের সাথে এক সিভিক পুলিশের বসচা হয়।এরপর খবর পেয়ে আরো সিভিক পুলিশ ছুটে গেলে ঝামেলা আরো বেড়ে যায়।এরপরে সিভিক পুলিশদের সাথে অটোচালকদের মারামারি শুরু হয়।এই মারামারিতে আহত হয় পাঁচ সিভিক পুলিশ। বর্তমানে তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

North24Paragana1

May 10 2023, 15:32

আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া টাকা মেটানোর দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


উত্তর ২৪ পরগনা:আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া টাকা মেটানোর দাবি সহ একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ।

উত্তর ২৪ পরগনা জেলার বারের সাথে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ আইসিডিসিএস কর্মী সংগঠনের ।

প্রায় ৩০০ জন আইসিডিসিএস কর্মী জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে । তাদের দাবি লিখিত আকারে জেলাশাসকের কাছে জমা দেয়। এবং সমস্যার সমাধান না হলে আগামী দিনে অবস্থান ধারণায় বসবেন বলে জানান তারা ।

North24Paragana1

May 09 2023, 15:44

পেট্রাপোল থানার উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল থানার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া সহ অন্যান্য আধিকারিকেরা।

North24Paragana1

May 09 2023, 15:43

বিবাদের জেরে মৃত বিকাল মিশ্রের অভিযুক্তদের আদালতে পেশ


উত্তর ২৪ পরগনা: গতকাল নৈহাটির ৩১ নম্বর ওয়ার্ডের লিচুবাগান অঞ্চলে পানীয় জল নেওয়া নিয়ে বিবাদ কে কেন্দ্র করে ১৯ বছরের ছেলে বিশাল মিশ্রাকে হকি স্টিক দিয়ে আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল ওই এলাকার বাসিন্দা বিনয় ঝা ও তার পুত্র প্রিন্স ঝা র বিরুদ্ধে। অবশেষে অভিযুক্ত পিতা ও পুত্র কে নৈহাটি থানার পুলিশ আটক করে। অভিযুক্তদের আজ শারীরিক পরীক্ষা করানোর পর ব্যারাকপুর আদালতে পাঠানো হল।